শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুর উপজেলা পরিষদ চত্বরে স্ট্রীট লাইটের শুভ উদ্বোধন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থায়নে স্ট্রিট লাইটের আলোয় বদলে যাচ্ছে হরিপুর উপজেলার গ্রামীণ জনপদ।এই উপজেলার বিভিন্ন সড়ক, রাস্তার মোড়, হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে এসব স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকা গুলো আলোকিত হয়ে উঠেছে।

আজ শুক্রবার সকাল এগারোটার সময় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে স্ট্রীট লাইটের শুভ উদ্বোধন করার সময় উপস্থিথ ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন,হরিপুর মুসলিম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সহিদুর রহমান, হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির নগেনপাল, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস,এম আলমগীর সহ দলীয় নেতৃবৃন্দ।।

সুজন জানান, ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” ¯শ্লোগানকে বাস্তবায়নের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে হরিপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে এই উপজেলায় আরও স্ট্রিট লাইট বসানো হবে।

এই বিভাগের আরো খবর