মাসুদ আহমেদ খান,(পলাশ) নরসিংদীঃ শুক্রবার (২১শে আগষ্ট ২০২০ খ্রিঃ) পলাশ থানার অফিসার ইনর্চাজের নেতৃত্বে এসআই মোঃ রবিউল আউয়াল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায়, গোপন সংবাদের ভিওিতে আসামীর নিজ বাড়ি হইতে ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামি ১।মোফাজ্জল হোসেন মুকুল @ মুকু, পিতা-মৃত মহর আলী, সাং- বালুচর পাড়া, থানা-পলাশ, জেলা- নরসিংদী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। এবং এসআই শাহিন আলম ও ডাঙ্গা পুলিশ লাইনের ইনচার্জ এসআই মোঃ জুবাইর হোসেন এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায়, গোপন সংবাদের ভিওিতে ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পলাশ থানাধীন কেন্দুয়াব সাকিনস্থ শিমুলতলা নামক স্থানের যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর হইতে ১। মোঃ কাজল মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং- কাঠালিয়া থানা – মাধবদী, জেলা- নরসিংদী এর হেফাজত হইতে ০২(কেজি) গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ওয়ারেন্টভুক্ত ০৪(চার) জন আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।