মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা-শ্রিংলা বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা হয়নি : ভারত

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার বৈঠকে তিস্তা নদীর পানি বন্টণ নিয়ে কোনো আলোচনা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। ভারতীয় সাংবাদিকরা এক প্রশ্নে তার কাছে জানতে চায়, হাসিনা-শ্রিংলা বৈঠকে তিস্তার পানি বণ্টন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে শ্রীবাস্তব জানান, সে বিষয়গুলো তোলা হয়নি।

প্রসঙ্গত, গত ১৮-১৯ আগস্ট আচমকা ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি বৈঠক হয়। শ্রীবাস্তব জানান, বৈঠকে করোনা পরিস্থিতি ও বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতার বিষয় আলোচিত হয়েছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে চুক্তি করতে চাপ দিয়ে আসছে বাংলাদেশ। সম্প্রতি তিস্তা নদীর প্রকল্পের জন্য চীনের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ।

প্রকল্পের জন্য বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে চীন। এরপরই ঢাকা সফরে আসেন শ্রিংলা।

এই বিভাগের আরো খবর