বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ভাতিজার অকাল মৃত্যুতে নকলা প্রেসক্লাবের শোক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর ভাতিজা, ধুকুরিয়া টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ও মাওড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শিরাজ আলী মাস্টারের বড় ছেলে হাসান মাহমুদ সোয়েব(৪০) শনিবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন) তিনি মৃত্যুকালে স্ত্রীয় ২ছেলে,মা.বাবা,বহু আত্মীয় সজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বিকেলে মাওড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বক আলোচনায় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ্, শেরপুর সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,ধুকুরিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুল আলম সোহাগ,নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন , উপজেলা আওয়ামীলীগের সহসম্পাদক শহিদুল ইসলাম , কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ,ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা,রেজাউল হক হিরা, যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সুহেল ও নকলা বড় মসজিদের সাবেক খতিব মাও: হারেছ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানাযা শেষে মরহুমের লাশ পারবারিক গুরুস্থানে দাফন করা হয় । মরহুমের মৃত্যুতে নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু গভীর শোক এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই বিভাগের আরো খবর