বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে বগুড়ায় ৬ যাত্রী নিহত

বগুড়া জেলার শেরপুর উপজেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সথ্যতা নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকে থাকা ৬ জন নিহত এবং ১০ জন আহত হন।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর