সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৮০ বছরে একবারও চুল কাটেননি, এখন লম্বায় পাঁচ মিটার

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে হাজার হাজার মানুষ ন্যাড়া হয়ে যাচ্ছে। তবে ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন অন্যদের থেকে একেবারেই আলাদা। পরিস্থিতি যাই হোক না কেন, তিনি চুল বড় রাখবেনই।

কারণ, গত ৮০ বছরে একবারের জন্যও চুল কাটেননি ৯২ বছর বয়সী এনগুয়েন। মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন তিনি।

ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার এই বাসিন্দার চুল এখন পাঁচ মিটার লম্বা। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাবো। সে কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি।

এনগুয়েন বলেন, আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝেমাঝেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে।

তিনি আরো বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরো খবর