মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডেস্কনিউজঃ রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আসমত আলী (৪৫) ও তাঁর স্ত্রী ফারজানা (৩০)। তাঁরা নাখালপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ‘আজ সকালে আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।’

লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর