অনলাইন ডেস্কঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে কৃষকের ধান সংগ্রহ করবে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে। লটারির মাধ্যমে কৃষক নির্ধারন করবে উপজেলা কৃষি অফিস।
খালিয়াজুরী উপজেলা কৃষি অফিসে সরকারি ধান ক্রয়ের বরাদ্দ এসেছে ১৭৩৯ মেট্রিক টন। প্রতি কৃষক এক মেট্রিক টন করে মোট ১৭৩৯ জন কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে। কৃষক নির্ধারন করা হবে লটারির মাধ্যমে।
এ তথ্য নিশ্চিত করেছে খালিয়াজুরী উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুর রহমান।