নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় জোরপূর্বক গভীর নলকূপ দখল ও কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে রয়িচ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হোজারপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে স্থানীয় কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য এসব অভিযোগ করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার।
এসময় তিনি লিখিত বক্তব্য জানান, হোজারপাড়া গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে রয়িচ উদ্দিন জোর করে এলাকার কৃষকদের গভীর নলকূপ দখল করেছে এবং কৃষকরা এটার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন রয়িচ উদ্দিন। হারানো ডিপটিউবয়েল ফিরে পেতে সরকারের সহযোগিতা চান এসব অসহায় ভুক্তভোগী কৃষকরা।
অভিযুক্ত ডিপটিউবয়েল দখলকারী রয়িচ উদ্দিনের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাংবাদিকদের সাথে এবিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
এবিষয়ে ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান বলেন, কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য আমি একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।