শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুমু খেয়ে কোরআন অবমাননার প্রতিবাদ সুইডিশ নারীর

ডেস্ক নিউজ : কোরআন অবমাননার প্রতিবাদে এক সুইডিশ নারীর কোরআন চুমু খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সুইডেনের মালমো শহরে সংঘটিত কোরআন পোড়ানোর প্রতিবাদে ওই নারী কোরআন চুমু খান। আর বলেন, ‘সুইডিশ নারী মালমো শহরের মুসলিমদের সঙ্গে একত্বতা ঘোষণা করেছে।’

ফেসবুক পেজে বলা হয়, ওই নারী বলছে, ‘আমি জানি না বইটি কি সম্পর্কে। কিন্তু মানবতা ও অনুকম্পার জন্য আমি তোমাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করছি। বইটি যেহেতু তোমাদের কাছে গুরুত্ব, তাই আমার কাছেও তা গুরুত্বপূর্ণ। বইটি চুমু দিয়ে আমি গর্বিত।’

সুইডিশ নারী আরো বলেন, ‘ডেনিশ ব্যক্তি সুইডেনে যা করেছে তাতে আমরা সন্তুষ্ট নই।’

সুইডেনের পত্রিকা নারীটির ছবি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার দৃষ্টি কাড়ে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সুইডেনের মালমো শহরে কট্টরপন্থী ডেনিশ দল হার্ড লাইনের তিন সদস্য কোরআন পুড়িয়ে অবমাননা করা হয়।

সূত্র : আল মুজতামা

এই বিভাগের আরো খবর