শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল নতুন রূপে খুলছে বিমানবন্দর স্টেশন

ডেস্ক নিউজ : করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। বন্ধের এ সময়ে স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজও করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার বিমানবন্দর স্টেশন খুলে দেওয়া হলে দীর্ঘদিন পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন। একই সঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে।

বন্ধের সময়ে বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে, যেন যাত্রীরা সহজে ট্রেন চড়তে পারেন। এছাড়া জনসাধারণ যেন লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যেতে না পারে সেজন্য গ্রিল দেওয়া হয়েছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়নি।

এই বিভাগের আরো খবর