শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে ডিআইজি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃআজ ৯ /৯/২০২০ ইং তারিখ বেলা ১১.০০ টায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) স্যারের রাজশাহী রেঞ্জ হতে বদলীসূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যার। জেলা পুলিশের পক্ষে ডিআইজি স্যারকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মহোদয়। বিদায় অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল র‍্যাংকের সহকর্মীগণ ডিআইজি স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ডিআইজি স্যার তার বক্তব্যে করোনাকালীন কার্যক্রমের জন্য পুলিশ সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং প্রত্যেককে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন।

বিষয় টি নিশ্চিত করেছেন মো: ইফতেখায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)

এই বিভাগের আরো খবর