শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো

ডেস্ক নিউজ : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ অক্টোবর। খালেদা জিয়া ছাড়াও মামলার আরোও ১৭ আসামির বিরুদ্ধেও একই দিন অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত নতুন এ দিন ধার্য করেন। বুধবার এ মামলায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবী আদালতে সময় আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলের কাজ পাইয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা ক্ষতির অভিযোগে, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়াসহ ২৪ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। ৬ আসামি মারা গেলে বেগম জিয়াসহ ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

এই বিভাগের আরো খবর