এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বেউরঝারী সীমান্তের নাগর নদীতে মাছ ধরার সময় সফিকুল ইসলাম অরফে খুটা নামের (৩৮) এক কৃষক ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হয়।
জানা যায়, আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় গ্রামের কয়েকজন প্রতিবেশি মিলে বেউরঝারী সীমান্তের ৩৭১ নং পিলার বরাবর নাগর নদীতে মাছ ধরার সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ করে অর্তকীত ভাবে গুলি ছোড়ে, এতে সফিকুল ইসলাম অরফে খুটা গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সফিকুল ইসলাম অরফে খুটা বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর চড়ইগেতি গ্রামের আব্দুল আলীর ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, খবর পেয়ে পুলিশ বাংলাদেশ সীমান্তের অভ্যান্তর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।