নিজস্ব প্রতিবেদক : জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও মুজিব বর্ষ উপলক্ষে মোহনপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে শনিবার দিনব্যাপী কেশরহাট পৌর এলাকার পৌরসভা চত্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মোহনপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি অাব্দুর রাজ্জাকের নেতৃত্বে কেশরহাট পৌরভবন এলাকা ও কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা অাওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, রাজশাহী জেলা যুবলীগের সহ সভাপতি আলমঙ্গীর মুরশেদ রন্জু, কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শাহিন অালম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি, সাইফুল, জেলা ছাত্রলীগের সদস্য অাক্তারুল ইসলাম, জেলা সদস্য নাজমুল ইসলাম, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের প্রচার সম্পাদক এফ এ রানা, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের দপ্তর সম্পাদক মাহাবুর ইসলাম, ছাত্রলীগ নেতা স্বাধীন, রবি, মাইনুল, মোস্তাফিজ, অনিক, সজীব, মুক্তার, হেলাল প্রমুখ।