রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যবের অভিযানে সোয়া ২ কেজি হেরোইন সহ গ্রেপ্তার ১

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠোঁটাপাড়াগামী রাণীনগর হটাৎপাড়ার রশিদের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাদীনগর কামারটোলা এলাকার মোছা. ফিনিয়ারা খাতুন ও এরফান আলীর ছেলে মো. তহুরুল ইসলাম (৩৬)।

শুক্রবার রাতে র্র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জের হটাৎপাড়ায় অভিযান চালিয়ে তহুরুলকে ৬কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী তহুরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরো খবর