বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যোগাযোগ ব্যবস্থার অভুতপুর্ব উন্নয়ন করছে শেখ হাসিনা : এমপি মমিন মন্ডল

আল রাসেল সরকার,বেলকুচি প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি আবদুল মমিন মন্ডল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান তালে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ

ব্যবস্থার অভুতপুর্ব উন্নয়ন করছে বর্তমান সরকার। রোববার সকালে বেলকুচির
চর দেলুয়া এলাকার ৭২ মিটার আরসিসি গার্ডার বিজ্রের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ মমিন মন্ডল এসব কথা বলেন। প্রায় ৭টি গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘ ৪২ বছরের দুর্ভোগ লাগবে ৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ের এই সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর
কাউন্সিলর শহিদুল ইসলাম এসময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, আওয়ামীলীগের সভাপতি এ কে এম ইউসুফ জী খান, সাধারন সম্পাদক ফজলুল হক
সরকার, সহ সভাপতি দেলখোশ আলী প্রাঃ উপজেলা প্রকৌশলী রইসুল আরেফিন, ইউপি
চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন ও যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক
রেজা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর