বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ফেন্সীডিল ও নগদ অর্থ উদ্ধার

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর রবিবার বিকাল ৫ টায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে মৃত আকতাফুলের স্ত্রী তোসলেমা খাতুনের বাড়ি থেকে ২২ বোতল ফেন্সিডিল ও ৩৪ টি খালি ফেন্সিডিলের বোতল এবং শোকেসের ড্রয়ার থেকে নগদ ৩ হাজার ৮ শত ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন।

এ অভিযানে আরও ছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শফিকুল ইসলাম তার সংগীয় দল ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ এবং আনসার সদস্যগণ। বাড়ী মালিক তোসলেমা খাতুন পলাতক থাকার কারণে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর