সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরিয়ার ও দারা’র সুস্থতা কামনা করে দোয়া জেলা যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রাজশাহী জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, চারঘাট যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ময়না খাতুন, মোহনপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবিনা খাতুন, দূর্গাপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জলি বেগম, আড়ানী পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন লতা, বাউসা ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বৈশাখী সরকার সহ বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।

এই বিভাগের আরো খবর