বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা

অস্ট্রিয়া প্রতিনিধিঃ

আজ রবিবার (১০ই মে ২০২০) বিশিষ্ট সমাজ সেবক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রিয়া শাখার সম্মানিত সভাপতি মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখা ও যুবলীগ এবং বঙ্গবন্ধু পরিষদ সম্মিলিত ভাবে বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাবেক সফল সভাপতি মরহুম শাহ মোহাম্মদ ফরহাদ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনায় ছিলেন, অস্ট্রিয়া ইসলামিক সেন্টার বাইতুম মোকাররম জামেমসজিদের সম্মানিত ইমাম ও খতিব ডঃ ফারুক আল মাদানি সাহেব, মাহফিল পরিচালনা ছিলেন অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিম মিয়া বাবু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম শাহ মোহাম্মদ ফরহাদ সাহেব সহধর্মিণী বর্তমান আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি মিসেস জান্নাতুল ফরহাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবনা জেলার আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখা ও অস্ট্রিয়া যুবলীগ এবং অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহিম পাকন সাহেব, অস্ট্রিয়া বাংলাদেশ সমিতির সম্মানিত সাবেক সফল সভাপতি এবং ইসলামিক সেন্টার বাইতুম মোকাররম জামেমসজিদের সাবেক সফল সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বর্তমান আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ্ব মজনু আজাদ সাহেব, বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি জনাব রবিন মোহাম্মদ আলী সাহেব,
আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখা সাধারণ সম্পাদক জনাব রানা বখতিয়ার নেওয়াজ, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইয়াসিম মিয়া বাবু, যুবলীগ নেতা আরিফ সাহেব,
এবং আরও অনেকেই মোনাজাতে অংশ গ্রহণ করেন।

হুজুর জনাব ডঃ ফারুক আল মাদানি হুজুর মাদেরকে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন এবং বলেন, আল্লাহ যেন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং আমরা সকলেই যেন এই প্রবাস জীবনে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি এবং আল্লাহর দরবারে লাখো কুটি শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ এই মহামারির ভিতরেও আমাদেরকে ভালো রেখেছেন তাই আল্লাহর সুক্রিয়া আদায় করার মতো তৌফিক আমাদের নাই, এ-ও বলেছেন পরিশেষে মরহুম শাহ মোহাম্মদ ফরহাদ সাহেবের এবং বিশ্বের সকল করোনা আক্রান্ত মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষ করেন।

এই বিভাগের আরো খবর