সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রায়হান ইসলাম : রাজশাহীতে পুলিশের মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) সহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় উপস্থিত ফোর্সদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন বৃদ্ধিকরনসহ কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি পিআরএল এ যাওয়া সাতজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।এরপর বেলা ১২.০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব,
দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর