শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬ তম জন্মদিন উপলক্ষে বি এন পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় । ২১ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিকাল ৪ টায় ভবানী গঞ্জ আলুহাটায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা দেশ নায়ক তারেক রহমানের রাজনৈতিক জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলু হাটায় অনুষ্ঠিত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক।

বাগমারা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভবানী গঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রদলের সহ সভাপতি আতিকুর রহমান জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হোসেন, সদস্য আহসান হাবিব, আক্কেল হোসেন, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক হাকিম, জলিল, গোলাম মোস্তফা, বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, নাজমুল হোসেন , মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাসেল, সদস্য ওমর ফারুক, মোশাররফ, সমুদ্র, আতিকুর রহমান আতিক? ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজ পারভেজ মিলন, শুভডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, রিপন, রুবেল, রেজাউল ইসলাম, মাজেদুর রহমান, লাল্টু প্রমুখ ।

এই বিভাগের আরো খবর