এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ আজ ২২ নভেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় চাড়োল ত্রীরনই নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশি পাড়া এলাকায়। মৃত স্বপ্না দাস (১৪) উপজেলার পরদেশিপাড়া গ্রামের রবিন দাসের কন্যা। সে মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমুর চ্যার্টাজী জানান, স্বাপ্না দাস গত ২০ নভেম্বর শুক্রবার থেকে নিখোজ ছিলেন।
বালিযাডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বপ্নাদাসের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।