বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর মেহেরপাড়ায় করোনা মোকাবেলায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলার সকল ইউনিয়নে গৃহীত সমন্বিত কর্ম-পরিকল্পনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণের  দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান । মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তিনি বলেন নিজের জীবন বাঁচাতে হলে মাস্ক পরতে হবে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা প্রশাসন নরসিংদী সদর, সাহকারী কমিশনার ভূমি শাহআলম মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিম খান, প্রমুখ।

এই বিভাগের আরো খবর