বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরে নব-নির্বাচিত সাংসদ হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক প্রমুখ। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেন বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডকে প্রত্যন্ত গ্রাম এলাকায় পৌছে দিতে সবাইকে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভিশনকে ২১সালের মধ্যেই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে তা বাস্তবায়ন করতে হবে। একটি সাধারণ মানুষও যেন কোন অফিসে এসে কোনো কাজের জন্য হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি দিতে হবে। তাই তিনি সকল প্রকারের লোভ ও লালসার উর্দ্ধে থেকে দেশের উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ন্যায় ও নীতির আদর্শকে আকড়ে ধরে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর