সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ চিহ্নিত ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ থানাধীন ভাগদী এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ খায়রুল বাশার @ রুমান (৩০), পিতা- মহিবুল হোসেন, সাং- পূর্ব হাজীপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা।উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্ত পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর