শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ :  মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।  টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি মন্ত্রী ব্যবহার করতেন না। এজন্য পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে।

রোববার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু নিশ্চিত করেছেন।

এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ হওয়া বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) গাড়িটিও ফেরত দেন ওবায়দুল কাদের।

এছাড়া, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে পদ্মা সেতু পরিদর্শনের জন্য বরাদ্দ দেয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়িও প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হওয়া মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

এই বিভাগের আরো খবর