শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গার যুবক নিহত : বন্ধুর দাঁত বিচ্ছিন্ন

মেহেরপুর জেলার মুজিবনগরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজন আলী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার বন্ধু সাঈদ হোসেন (১৯)-এর মুখ থেকে ৭টি দাঁত বিচ্ছিন্ন হয়। নিহত সুজন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগনাথপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহত সাঈদ হোসেন একই গ্রামের লস্কর আলীর ছেলে । নিহত সুজন পেশায় একজন সেলুন কর্মচারী।

আজ রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে মুজিবনগর-টেংরামারি বাইপাস সড়কের শিবপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় যুবক সোহাগ আলী জানান,সুজন ও তার বন্ধু সাঈদ একটি মোটরসাইকেলযোগে টেংরামারি গ্রাম থেকে শিবপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। শিবপুর গ্রামের কাছাকাছি পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলির সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় মোটরসাইকেল চালক সুজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার বন্ধু সাঈদ আহত হন। এবং সাঈদের মুখ থেকে ৭টি দঁাত বিচ্ছিন্ন হয়। স্থানীয় লোকজন সাঈদকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে,উন্নত চিকিৎসা দেয়ার জন্য সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর