ডেস্কনিউজঃ নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন ২৫টি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার রাতে স্থায়ী কমিটির বৈঠকে দলটি এ সিদ্ধান্ত নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে গতকাল বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।