বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৩

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১২২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মতিউরের ছেলে ওয়াসিম (২৬) ও একই এলাকার সানাউলের ছেলে রাসেল রেজা (১৮), একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত বেলালের ছেলে শরীফ (২৮)।

জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর বুধবার বিভিন্ন জায়গায় অভিযানগুলো চালানো হয়।

শিবগঞ্জ থানাধীন নলডুবরি বাজার হইতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওয়াসিম ও রাসেল রেজাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানাধীন বহলাবাড়ী মোড় হইতে ৫২ বোতল ফেন্সিডিলসহ শরীফকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসআই আসগার আলি, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানগুলো চালায়। দুইটি ঘটনায় শিবগঞ্জ থানায় ২ টি মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর