-
- ঢাকা
- শুভ জন্মদিন মাজহারুল পারভেজ
শুভ জন্মদিন মাজহারুল পারভেজ
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : ডিসেম্বর, ৭, ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর সাহসী সাংবাদিকতার পথপ্রদশক যাকে বলা হয়। সততার সাথে সত্য ও গ্রহনযোগ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যার রয়েছে আকাশচুম্বী সুনাম ও সাংবাদিক মহলে যার রয়েছে তুমুল জনপ্রিয়তা তিনি সাপ্তাহিক নরসিংদীর প্রেক্ষাপট পত্রিকার সম্পাদক নরসিংদী জেলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক নেতা মাজহারুল পারভেজ (মন্টি) আজ তার শুভ জন্মদিন। নরসিংদী জেলার একটি সুনামধন্য সম্ভ্রান্ত মুসলিম সুশিক্ষিত পরিবারে তার জন্ম কর্মজীবনে তার বাবা মোঃ মফিজুল হক ছিলেন শিক্ষা অফিসার ও মা শাহীনা পারভীন ছিলেন স্কুল শিক্ষিকা বাবার আদর্শকে বুকে ধারণ করে মাজহারুল পারভেজ পথ চলেন। সমাজের নির্যাতিত নিপিড়ীত সাধারণ মানুষ ও সাংবাদিকের দুঃখ দুর্দশায় পাশে দাড়ান বটবৃক্ষের মতো। আজ তার শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান ।
মাজহারুল পারভেজ (মন্টি) তাঁর সংক্ষিপ্ত জীবনগততথ্য :
:পিতা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল হক
:মাতাঃ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহীনা পারভীন
শিক্ষা জীবনঃ
হরিহরদি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯এসএসসি
নরসিংদী সরকারী কলেজ থেকে এইচ এস সি ও বিএ
: ইকোলে লিমানিয়া,লুজান সুইজারল্যান্ড থেকে ইনটেনসিভ ইংলিশ ল্যাঙুয়েজ ও লিমানিয়া বিজনেস ডিপ্লোমা অর্জন, ‘৯৮
: ২০১১ সালে প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি
কর্ম জীবনঃ
১৯৯৮ সালে সুইজারল্যান্ড এর লুজান শহরে লেখাপড়ার পাশাপাশি পার টাইম জবের মাধ্যমে কর্ম জীবন শুরু। ২০০১ সালে দেশে ফেরা। ২০০২ সালে সাপ্তাহিক নরসিংদীর প্রেক্ষাপট পত্রিকার প্রকাশ ও সম্পাদক হিসাবে সাংবাদিকতা শুরু। পরবরর্তীতে দৈনিক আমারদেশ ও স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের জন্মলগ্ন থেকেই নরসিংদী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
: নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন।
: বর্তমানে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্বরত।
: ১৯৯৪ সালে নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
রাজনীতি : সাংবাদিকতা শুরু করার পর রাজনীতি মুক্ত থাকা।
এই বিভাগের আরো খবর