শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের সময়ে কিলো ফ্লাইট পাইলট এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং মহান মুক্তিযুদ্ধে এই সাহসী মুক্তিযোদ্ধার বলিষ্ঠ ও অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ক্যাপ্টেন আকরাম সোমবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। করোনায় আক্রান্ত হলে নভেম্বরের প্রথম দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।- বাসস

এই বিভাগের আরো খবর