মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫ জনের, আক্রান্ত ১২০২ জন

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মারা গেছে ১৫ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২০২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।’অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন। আজকে মৃতদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন রয়েছেন।’

এই বিভাগের আরো খবর