শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব শতবর্ষে শততম দিনে শত গানের সুচনা গান করছেন লুপর্ণা মুৎসুদ্দী

নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে শততমদিনে শতগানে স্মরণ সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দীর। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় সুর পিয়াসীর সহযোগিতায় শততম দিনে বঙ্গবন্ধুকে সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী শতগানে স্মরণ অনুষ্ঠানের সুচনাপর্ব গত ৮ডিসেম্বর রাতে ফেইসববুক লাইভে অনুষ্ঠিত হয়।

ফেইসবুক লাইভের মাধ্যমে প্রতিদিন এ গানের অনুষ্ঠান ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত চলতে থাকবে।

এক অনুভুতিতে সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে সত্যিকারভাবে ধারণ করে দেশপ্রেমের মহানুভবিতা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে কাজ করতে হবে। গানে গানে বঙ্গবন্ধুকে স্মরণ শ্রদ্ধাঞ্জলী এ অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানান।

এই বিভাগের আরো খবর