সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন মানছেনা মাধবদীর  মানুষ

দিনার চৌধুরী মাধবদী নরসিংদীঃঃ নরসিংদী জেলার ভিবিন্ন জায়গায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেলেও মাধবদী ছিলো নিরাপদ তার কারণ মাধবদীর পৌর মেয়র ,মাধবদী থানার পুলিশ, মাধবদীর রাজনৈতিক নেতাকর্মী, ভিবিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন , সাংবাদিক, মানবাধিকার কর্মী,ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সবার সমন্বয়ে, সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা এবং করণীয়   সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে নিয়মিত মাধবদীর পাড়া মহল্লায় স্কুলে মাদ্রাসায় মসজিদ সহ  এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি করে তাদের মাধ্যমে লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা বৃদ্ধি সহ ভিবিন্ন পদক্ষেপ গ্রহণ এবং সরকার ঘোষিত আদেশ নিষেধ পালন সহ শতভাগ লকডাউন কার্যকর করার উদ্দেশ্য সবার সম্মিলিত প্রচেষ্টা ছিলো চোখে পড়ারমতো এবং প্রশংসনীয়। কিন্তু এতোকিছুর  পরেও মাধবদীতে হঠাৎ করে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে তার প্রধান কারণ হচ্ছে লকডাউন না মানা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে চলা। কিছু মানুষের অবহেলা এবং নিয়মকানুন মেনে না চলার দরুন আজকে মাধবদীর এই পরিণতি বলে সাধারণ মানুষ মনে করেন। মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক শুরু থেকেই করোনা ভাইরাস এর ভয়াবহতা ও করণীয় সম্বন্ধে মাধবদীর মানুষকে সচেতন করার লক্ষ্যে নিজেই লিফলেট বিতরণ মাইকিং সামাজিক যোগাযোগ মাধ্যমে আদেশ উপদেশ এবং লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর খাদ্যের ব্যবস্থা-সহ ভিবিন্ন পদক্ষেপ গ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান নরসিংদী জেলা পুলিশের সমন্বয়ে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম, এর নেতৃত্বে বাজার মনিটরিং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়া এবং মাধবদী এলাকায় যাতে বাহিরের লোক প্রবেশ করতে না পারে সে জন্য থানা এলাকার সংযোগ সড়কে চেকপোস্ট বসিয়ে  নিয়মিত তদারকি এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর নেওয়া-সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রশংশীত হয়েছেন সর্বমহলে। সবার এই প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অর্জনকে ম্লান করে দিতে একশ্রেণির মানুষ মানছেনা শতভাগ লকডাউন। এই লকডাউন না মানা বাহিরে ঘুরাফেরা করা মানুষগুলোর কারণে বিপদে আছে মাধবদীর সাধারণ মানুষ। এই লকডাউন না মানা মানুষগুলোর কারণেই ছড়িয়ে পড়তেছে এই ভয়ানক ভাইরাস করোনা তাই মাধবদীতে দিনে দিনে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা। তাই সাধারণ মানুষ  মনেকরে এই মূহুর্তে মাধবদীর পৌর মেয়র এবং প্রশাসনের সমন্বয়ে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত।

এই বিভাগের আরো খবর