সোমবার, ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঠাকুরগাঁওয়ে ৪০ হাজার কর্মহীন পরিবার পাবে নগদ অর্থ, হাতে তুলে দিলেন এমপি দবিরুল

এসএম মশিউর রহমান সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সুবিধাভোগীদের নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানের উদ্বোধন করে হাতে তুলে দিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও পার্বত্য চট্রগ্রাম অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।

তিনি গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে ভিডিও কনফারেন্স শেষে একর্মসূচির উদ্বোধন করে ঠাকুরগাঁওয়ের চার জন সুবিধাভোগীর হাতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপহার তুলে দেন। সেই সাথে করোনা সংক্রমণ রোধ, স্বাস্থবিধি ও বর্তমান পরিস্থিতি মোকাবেলাসহ বেশ কিছু দিক নির্দেশনাও প্রদান করেন।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. জাহিদুর রহমান, পলিশ সুপার মুহা. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া জেলার প্রায় ৪০ হাজার মানুষ মাননিয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫শ’ টাকা করে পাবেন। সুবিধাভোগীদের নাম সঠিক তথ্য যাচায় বাছায় শেষ হলেই ঈদের আগেয় উপহারের এ অর্থ সকলের হাতে পৌছে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর