এম ইসলাম দিলদার, বাঘা প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার আগামী (১৬ জানুয়ারী) -২০২১ আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার(২০ডিসেম্বর) শেষ দিনে আ,লীগ ও বিএনপির দলীয় মনোনীত দুই প্রার্থীসহ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আরও দুই প্রার্থী। রবিবার নিজ নিজ সমর্থন নিয়ে উৎসব মুখোর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেন।মেয়র পদে ৪ প্রার্থীরা হলেন,বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আড়ানী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক।আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান শাহিদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আড়ানী পৌর আ’লীগের সাংগঠিক সম্পাদক মুক্তার আলী ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহিন রেজা জানান,মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী২০২১। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬টি।