মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের উদ্যোগে ৫শত কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের আইনজীবী মো: আব্দুল আজিজ। এতে স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের সভাপতি ছিদ্দিকুর রহমান ইমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আল-আমিন সরকার, নিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যবস্থাপক আক্তারুজ্জামান আক্তার, মাধবদী থানা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির প্রমূখ। শরিফ হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আসমা বেগম, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
করোনাকালীন সময়য়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসমন সুন্দর একটি মানিবক কাজের জন্য কাঠালিয়া একতা মানবসেবা সংগঠনের ভূয়ষী প্রশংসা করে ভবিষ্যতেও তাদের এমন মানবিক কর্মকান্ড অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।