সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১৭৯ বোতল ফেনসিডিলসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর শান্তিমোড় এলাকার লুৎফুর রহমানের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর শনিবার রাত পৌণে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর উত্তরপাড়া গ্রামের রফিকুলের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১৭৯ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরো খবর