মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর চর গোয়াল গ্রাম ইয়াং স্টার যুবসংঘ উদ্যাগে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খেলার উদ্বোধন করা হয়। ০৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে এ এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান মিলন, সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুর রহমান,মটমুড়া ছাত্রলীগের সভাপতি বখতিয়ার রহমান,মটমুড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃসোহেল রানা।এছাড়াও আরও উপস্থিত ছিলেন,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান হানিফ,প্রবিণ আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা লাভলুর শেখ,রাজন শেখ,মোতালেব শেখ,আমিরুল ইসলাম,তরিকুল ইসলাম, তৌফিকুর রহমান বাঁধন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারই সুবাদে আজ চর গোয়াল গ্রাম ইয়ং স্টার যুবসংঘ যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা শুরু করেছে তাদের আমি সাধুবাদ জানাই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন,আপনার ছেলে কোন পথে যাচ্ছে,তারা মাদক সেবন করছে কিনা সেটা কেবলমাত্র দেখার দায়ভার একমাত্র আপনাদের। আসুন আমরা সবাই মাদক ছেড়ে যুবসমাজকে খেলাধুলার পথে এগিয়ে নিয়ে যাই।