শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতার ৬

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেফতার হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, সোমবার (১১ জানুয়ারি ) ডিবি পুলিশ নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ০৬ (ছয়) জনকে গ্রেফতার করেন এবং তাদের দখল হতে ০২ (দুই) টা সচল পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নরসিংদী মডেল থানাধীন ভাগদী এলাকা হতে (১) ইমন আহম্মেদ (২০), পিতা- আঃ গফুর মিয়া, সাং- ভাগদী, থানা ও জেলা-নরসিংদীকে ০১ টা (এক)  সচল পিস্তলসহ গ্রেফতার করেন। এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন নরসিংদী সদর হতে (২) রাজীব কাজী (২৫), পিতা- গুলজার হোসেন, সাং- বাগহাটা পালপাড়া, থানা ও জেলা-নরসিংদীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ  মাধবদী থানাধীন নওয়াপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) আজিজুল (২১), পিতা- মোহাম্মদ আলী, সাং- নওয়াপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই মোহাম্মদ আব্দুল আলীম  পলাশ থানাধীন দক্ষিণ দেওড়া হতে চিহ্নিত সন্ত্রাসী (৪) মোঃ রাসেল মিয়া (২৭), পিতা- ইমান হোসেন, সাং- ইছাখালী, (৫) মামুন (৪০), পিতা- জামাল উদ্দিন সরকার, সাং- বারারচর, উভয়থানা- পলাশ, জেলা- নরসিংদীদের ০১ টা সচল পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন এবং শিবপুর মডেল থানাধীন পূর্ব মুন্সেফেরচর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৬) জিলন (২২), পিতা- জনাব আলী, সাং- কামারগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত ২ টা সচল পিস্তল, ২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস ইয়াবা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর