শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুজিববর্ষ’ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত বাড়ি পরিদর্শন করেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশে ভূমি ও গৃহহীন ৯ লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার।

২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিববর্ষে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর, আর দুই শতাংশ জমির মালিকানা। সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি পাবেন গৃহহীন ও ভূমিহীনরা। সারা দেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের এই মহাযজ্ঞ প্রতিনিয়ত মনিটরিং করছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় আজ বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ২০০ শত বাড়ি ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয়েছে সেই সব বাড়ি পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,উপজেলা নির্বাহী অফিসার মোঃযোবায়ের হোসেন,উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল সহ আরো অনেকেই।

এই বিভাগের আরো খবর