বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন পরিবার‌কে জ‌মি ও গৃহ প্রদান

এম ইসলাম দিলদার,বাঘা প্রতিনিধি, রাজশাহীঃ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার ১৬ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক জমি ও গৃহ প্রদান অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় এক যোগে বাঘায় ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃলায়েব উদ্দিন লাভলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের অধিনে সকল দপ্তর প্রধানগণ, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পাওয়া গরীব অসহায় পরিবারের সদস্যবৃন্দ।

এই বিভাগের আরো খবর