আল-ফেরদৌস (রানা), ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের শুভ উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলা চত্বরে দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহারুল আলম মন্ডল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে অঙ্গিকার বদ্ধ।তারই নমুনা সরুপ বালিয়াডাঙ্গী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ চলছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গী উপজেলার ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা। এসব উন্নয়নের কাজ স্বচ্ছভাবে হচ্ছে। আমরা নির্মাণ কাজে সর্বাত্মক তদারকি করছি।