নিজস্ব প্রতিবেদকঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাংলাদেশের মুক্তি ও সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের বহিঃবিশ্বের প্রভাবশালী ছাত্রসংগঠন গ্রীস ছাত্রলীগ।
গ্রীস আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে (স্থানীয় সময় ১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীস শাখা ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান হৃদয়। সঞ্চালনায় ছিলেন নাঈম মাতব্বর
প্রধান বক্তা আব্দুর ইয়াসিন রহমান দুর্জয়
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ সামাদ মাতব্বর বিশেষ অতিথি সহ সভাপতি
মিয়া মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গ্রীস আওয়ামী লীগের বেলায়েত হোসেন।
আরও উপস্থিত ছিলেন গ্রীস ছাত্রলীগ নেতা সজীব আকন, নাঈমুর রহমান অনিক, সাউথ হাওলাদার, মেহের আহাম্মেদ মনির, রফিক, বিল্লাল হোসেন জুবায়ের খান, সুমণ,
আহাম্মেদ, ফরহাদ কাজী, মেরাজ প্রমূখ।