শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও ২ আসনের হরিপুর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

তিনি আজ ০৬/০৬/২১ বিকাল ৫টায় রবিবার, হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের বরাদ্দে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ ৮৭ হাজার টাকা প্রদান করেন।

এইসব ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ :

খোলড়া হঠাৎ পাড়া জামে মসজিদ ও তোররা কৃষ্ণাপুর জামে মসজিদে ৪৩৫০০ টাকা, শিয়াল ঝুলি বিজলী পাড়া জামে মসজিদ ও হরিপুর আমবাড়ি জামে মসজিদ ৪৩৫০০ টাকা।

অর্থ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন,মুসলিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহিদুর রহমান, হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন,হরিপুর উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আমজাদ আলী, হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন ভৌমিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর