শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে ড. ইউনূসের একজন মুখপাত্র এ কথা জানানিয়েছেন বলে আজ মঙ্গল খবর দিয়েছে গণমাধ্যমটি।

খবরে আরো বলা হয়েছে, এর আগে সোমবার গভীর রাতে এক ভিডিওবার্তায় ছাত্রনেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন যে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূসকে চান তারা। তিনি বলেন, ‘ড. ইউনূসের সাথে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন।’

এদিকে, প্রফেসর ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট’ শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

এই বিভাগের আরো খবর