বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় মহাপরিচালক ও পরিচালক পদ থেকে মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফ মহাপরিচালক ও পরিচালক পদ থেকে মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দগণেরা।

শনিবার (১৪ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠানে জানানো হয়, নার্সদের নিয়ে জঘন্যতম কটুক্তি করায় তারা এ মানববন্ধন অনুষ্ঠানে পালন করছেন।

এছাড়াও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর