বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আশুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (৮ই নভেম্বর) দুপুরে আশুলিয়ার মিজান গার্ডেনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান।

 

আশুলিয়া থানা ছাত্রদল এর সাবেক যুগ্ম আহব্বায়ক লিটন হোসাইন ও মাহমুদ আলম সাগরের আয়োজনে ওমর’স হেলথ কেয়ার এর পরিচালনায় এ অনুষ্ঠান হয়।

 

এসময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর