বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আতংকে দিন কাটাচ্ছেন ট্রাভেল এজেন্সি মালিক সুমি খাতুন

রাজশাহী প্রতিনিধি: সর্বশান্ত হয়ে বর্তমানে আতংকে দিন পার করছেন ট্রাভেল এজেন্সির মালিক সুমি খাতুন। বেকার যুবকদের কাজের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়ে ছিলেন তিনি। বিদেশগামী যাত্রীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য রাজশাহীর বানেশ্বরে চালু করেন একটি ট্রাভেল এজেন্সি অফিস। সেখান থেকে ভালো সেবাও পাচ্ছিলেন বিদেশগামী বেকার যুবকরা।

কিন্তু তার সেই ভালো কাজটি সফল হতে দেয়নি একটি কুচক্রী মহল। দিনের পর দিন প্রতারনার শিকার হয়ে লক্ষ লক্ষ টাকা খুয়েছেন সুমি খাতুন। শত চেষ্টা করেও ওই প্রতারকদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না তিনি। প্রান ভয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন অসহায় সুমি খাতুন।

এমনকি সপ্তাহ খানেক আগেও তার বানেশ্বর অফিসে সন্ত্রাসী কায়দায় তালা ভেঙ্গে লুটপাট চালানো হয়েছে । সেখান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা ।

এরপরও ক্ষান্ত হয়নি চক্রটি । মোবাইল ফোনে প্রতিনিয়ত বিভিন্নভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে। এমনকি তার পরিবারের লোকজনদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে সুমি খাতুন বলেন, সেবামূলক প্রতিষ্ঠান চালাতে গিয়ে আজ আমি নিঃস্ব। প্রতারকরা আমাকে পথে বসে দিয়েছে। আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেউ কেউ চুক্তি অনুযায়ী পুরো টাকা না দিয়েই বিদেশে পাঠাতে চাপ দিচ্ছে। ফোন করে নানারকম ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, এখন আমি আমার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এই বিভাগের আরো খবর